দক্ষিণ আফ্রিকায় প্রবাসীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

দক্ষিণ আফ্রিকা প্রবাসী রেজাউল আলম মোল্লাকে অপহরণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রবাসীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি)  খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোয়াখাপন্টিন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের সামনে মানববন্ধন করেছেন আফ্রিকা প্রবাসীরা।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীদের সংগঠন  মুক্তবাংলা ফাউন্ডেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিটোরিয়া, টাঙ্গাইল কমিউনিটি প্রিটোরিয়া এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রবাসী রেজাউল আলম মোল্লাকে হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়।

মুক্তবাংলা ফাউন্ডেশনের সভাপতি ফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রেজাউল আলম মোল্লা হত্যায় চার বাংলাদেশী নাগরিক জড়িত। তাদের পুলিশ গ্রেফতার করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দক্ষিণ আফ্রিকার কোয়াখাপন্টিন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের সামনে প্রায় ২০ বাংলাদেশি অংশ নেন। আন্দোলনকারীরা জানান, গত বছরের  ১০ ডিসেম্বর ফেরিনাখানের ফান্ডারবিলি থেকে রেজাউল অপহরণের শিকার হন।  তাকে আটকে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। পরদিন ২৬ ডিসেম্বর রাতে রেজাউলকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চার বাংলাদেশি জড়িত, তাদের আটক করেছে পুলিশ।