স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে?

চলছে পবিত্র রমজান। মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। আমাদের আজকের প্রশ্ন হলো- রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে?

উত্তর: স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না।

তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত নং-২৮৬, ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৩৬৬।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। মুফতি ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।