রোজা রেখে ভেঙে ফেললে কী করতে হবে?

প্রশ্ন: কেউ রোজা রেখে জেনে-শুনে বিনা কারণে ভেঙে ফেললে কী করবে?

উত্তর: কেউ রোজা রেখে জেনে-শুনে বিনা কারণে ভেঙে ফেললে পরে আবার রোজাটি পালন করতে হবে। পাশাপাশি কাফফারাও দিতে হবে। কাফফারা হচ্ছে, একটি রোজার পরিবর্তে পরে ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখা। যদি ৬০টি রোজা পালন করা সম্ভব না হয়, তবে ৬০ জন গরিব-মিসকিনকে দু'বেলা পরিতৃপ্তভাবে খাবার খাওয়াতে হবে।

তথ্যসূত্র: বোখারি শরিফ, হাদিস নং-৯৮৪, তিরমিজি শরিফ, হাদিস নং-৭২৪, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২১৯, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪১২।

সংকলনে: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, ভারত। ইফতা, জামিয়া আনওয়ারুল হুদা, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।