জাকাতের টাকা চুরি হয়ে গেলে জাকাত দিতে হবে?

প্রশ্ন: জাকাতের নিয়তে পৃথক করে টাকা রেখেছিলেন। কিন্তু সেই টাকা চুরি হয়ে গেছে। আবার জাকাত দিতে হবে?

উত্তর: জাকাতের নিয়তে পৃথক করে রাখা টাকা-পয়সা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তবে জাকাত আদায় হবে না। পুনরায় তা আদায় করতে হবে।

তথ্যসূত্র: ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-১৫, ফতোয়ায়ে দারুল উলুম, খণ্ড-৬, পৃষ্ঠা-১০০, আহকামে জাকাত (লেখক: মুফতি তকি উসমানি) পৃষ্ঠা-১১৭।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।