ওমরাহ করতে মোটরসাইকেলে মিসর থেকে মক্কায়

মিসরের তানতা শহর থেকে সৌদি আরবের ইয়ামবা নগরীর দূরত্ব অন্তত ১২ শ’ কিলোমিটার। মোটরসাইকেলে এতটা পথকে সহজ বলার অবকাশ নেই। এর মধ্যে আবার একজন নয়, পেছনে চড়েছেন আরেকজন। যাত্রা নিঃসন্দেহে কঠিনতর। তাতে কী! মূল গন্তব্য যদি হয় আল্লাহর পবিত্র ঘর জেয়ারত ও তাওয়াফ, তবে কোনও কষ্টই গায়ে লাগার কথা নয়। আর তাই দুঃসাহসী যাত্রা ও ভ্রমনক্লান্তি ছিল মিসরীয় দম্পতিটির কাছে একেবারেই তুচ্ছ।

মোট ৪৮ ঘণ্টা মোটরসাইকেল চালিয়ে সস্ত্রীক ইয়ামবা শহরে পৌঁছান মিসরের তানতার অধিবাসী ওমর আবু দাউদ। সেখানকার এক হোটেলে থেকেই গণমাধ্যমকে এ খবর জানালেন তারা। পরে সেখান থেকে পবিত্র ওমরাহ পালন করতে আবার রওনা করেন মক্কা অভিমুখে।

‘শৈশব থেকেই মোটরসাইকেল ভালোবাসতাম। ইউটিউবে বাইকারদের দেখে মনে হতো বাইকে চড়ে দূরে কোথাও যাই। পরে ভাবলাম, মক্কার চেয়ে ভালো গন্তব্য আর কী হতে পারে। তাই ভালো দেখে একটা বাইক কিনে স্ত্রীকে নিয়েই চলে এলাম বাইতুল্লায়’ বলছিলেন ওমর আবু দাউদ।

তবে তারা টানা সফর করেননি। সৌদি আরব ও মিসরের মধ্যকার সমুদ্রপথে জাহাজেও উঠতে হয়েছিল।

সৌদি গণমাধ্যম আলআজিল জানায়, গত ১১ নভেম্বর একটি মোটরসাইকেল ট্যুরিস্ট গ্রুপ-এর সঙ্গে মিসরের কায়রোতে বসবাসকারী এক ব্যক্তি (ওমর আবু দাউদ) ওমরাহ করতে মক্কায় আসেন। পরে তিনি মদিনায় রাসুল (সা.)-এর রওজা মুবারক জেয়ারত করতে যান এবং সেখান থেকে আবার ফিরে যান কায়রোতে। ছয় দিনে তিনি মোট তিন হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করেন।

 

সূত্র: আলআরাবিয়া ও আলআজিল আরবি