তারাবির নামাজ আদায়ে মসজিদে মুসল্লিদের ঢল

তারাবির নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের। মঙ্গলবার (১২ মার্চ) থেকে সিয়াম (রোজা) পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ছবি: নাসিরুল ইসলাম

সোমবার (১১ মার্চ) রাতে প্রথম রোজার তারাবির নামাজ আদায় করার জন্য রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিরা জমায়েত হন।

ছবি: নাসিরুল ইসলাম

সরেজমিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেখা গেছে তিল ধারণের ঠাঁই নেই। পাজামা-পাঞ্জাবি পরে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন মুসল্লিরা। জামাতে এশার সালাত আদায়ের পর তারাবির নামাজ পড়া শুরু করেন তারা।

ছবি: নাসিরুল ইসলাম

এদিকে প্রতি বছরের মতো এবারও রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রমজানের ছয় দিন কোরআন মাজিদের দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করা হবে।

ছবি: নাসিরুল ইসলাম

সারা দেশের মুসল্লি, ইমাম-খতিব ও মসজিদ কমিটিকে এই পদ্ধতি পালন করার আহ্বান জানিয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ।

ছবি: নাসিরুল ইসলাম

তারাবির নামাজের নিয়ম ও সময়সূচি নিয়ে ধর্মমন্ত্রী বলেন, সারা দেশে প্রথম ছয় দিন দেড় পারা করে ৯ পারা শেষ করতে হবে। এটা বাধ্যবাধকতামূলক। কোরআন মাজিদের কোনও পারা যেন কারও বাদ না পড়ে, তাই এটা করা। আর পরবর্তী ২১ দিনে ২১ পারা পড়তে হবে। এতে ২৭ রোজায় আমাদের ৩০ পারা শেষ হয়ে যাবে।

ছবি: নাসিরুল ইসলাম

তিনি আরও বলেন, আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম কয়েক দিন রাত ৮টায় তারাবির নামাজ শুরু হবে। পরে দিন বড় হলে সময় কিছুটা পরিবর্তন হবে। তখন হয়তো রাত ৮টা ১৫ মিনিটে নামাজ শুরু হবে।

ছবি: নাসিরুল ইসলাম

ছবি: নাসিরুল ইসলাম

ছবি: নাসিরুল ইসলাম

ছবি: নাসিরুল ইসলাম