বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫টি মামলা-পরোয়ানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে শতশত মামলা এই ষড়যন্ত্রেরই অংশ। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করার জন্যই ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপিকে নিঃশেষ করার জন্য জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হচ্ছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক, যারা সত্যিকারের স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারেন, সে জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে।
বিএনপির মহাসচিব আরও বলেন, বিএনপির অতীতের ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই,  আমরা আমাদের সংকল্পে অনঢ় আছি। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা- সার্বভৌমত্বে ও গণতন্ত্রের প্রশ্নে কখনও আপস করবে না।ৎ

আরও পড়তে পারেন: পেট্রোলিয়াম করপোরেশনের জন্য বরাদ্দ থাকছে না

/এসটিএস/এমএনএইচ/