X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৫, ১৬:০৬আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৬:০৬

শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যও বিএনপি লড়াই করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় শেরে বাংলার নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে ময়মনসিংহ দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ ১৫ বছর অবিরাম লড়াই করেছে বিএনপি। লড়াইয়ের শেষ পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। আমাদের দাবি শুধু সরকার পতন ছিল না।’

তিনি বলেন, ‘আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন প্রয়োজন ছিল। কাজেই এক দফা ছিল ফ্যাসিবাদের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। যে অধিকার থেকে বহু বছর দেশের মানুষ বঞ্চিত ছিল। দাবির প্রথম অংশ পূরণ হয়েছে। ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে। কিন্তু যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনও অর্জিত হয় নাই।’ 

তিনি আরও বলেন, ‘এখনও দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। সেই কারণে আমরা মনে করি এই মুহূর্তে প্রধান কাজ জনগণের শাসন কায়েম। আর এটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব, নির্বাচনে মাধ্যমে সম্ভব।’ 

‘বিএনপিও আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হবে’ একটি রাজনৈতিক দলের এমন মন্তব্যের জবাবে বিএনপির এই অন্যতম সিনিয়র নেতা বলেন, ‘প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। দেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের আপন ভাববো এমন মনে করার কারণ নেই। যারা এমনটা বলছে তারা স্পষ্টত ঐক্যের যে পক্রিয়া তা বাধাগ্রস্ত করছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান প্রমুখ। 

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: শামসুজ্জামান দুদু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল