ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক


সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

কিউবার মহিমান্বিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করে দলের এই নেতা বলেন, ‘আমরা মর্মাহত’।
শনিবার রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তৃতায় কাস্ত্রোর প্রতি এ শোক জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাস্ত্রোর গভীর বন্ধুত্ব ছিল উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অকুণ্ঠ সমর্থক ছিলেন কাস্ত্রো। মুক্তিযুদ্ধের সময় তার সমর্থন মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। ১৯৭৩ সালে আলজিয়ার্সের এক সম্মেলনে তিনি বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গেও তুলনা করেছিলেন। এমনকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তাকে সতর্কও করে দিয়েছিলেন কাস্ত্রো। তারপর তো ৭৫ এর সেই ভয়াবহ ঘটনাই ঘটে গেল।
মহান এই নেতার প্রতি গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার ৯০ বছর বয়সে কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী এই নেতার মৃত্যু হয়। বয়সজনিত বিভিন্ন জটিলতায় কয়েক বছর ধরেই ভুগছিলেন তিনি।

/টিএন/