না.গঞ্জে জাসদের প্রার্থীকে প্রত্যাহারের অনুরোধ আ.লীগের

নাসিক নির্বাচন


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ -ইনু) প্রার্থীকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপির কাছে এ অনুরোধ জানান তিনি।
এ নির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন।
জানা গেছে, শনিবার ধানমণ্ডি-৩ এ অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতারের সঙ্গে দেখা হয় ওবায়দুল কাদেরের। সেখানে জোটভুক্তভাবে নির্বাচন করার স্বার্থে জাসদের প্রার্থীকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন থেকে প্রত্যাহারের অনুরোধ জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বাংলা ট্রিবিউনকে জানান, ‘১৪ দলের একটি বৈঠক আজ শনিবার হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি বিশেষ কারণে আজ স্থগিত হয়ে গেছে। তবে সে উদ্দেশ্যেই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গেলে ওবায়দুল কাদের আমাকে নারায়ণগঞ্জ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী প্রত্যাহারের অনুরোধ জানান। তাকে আমি জানিয়েছি, নির্বাচনের আগে জোটভুক্তভাবে এ নির্বাচন করার ব্যাপারে কোনও আলোচনা হয়নি। এ বিষয়ে জোটের কোনও বৈঠকও হয়নি। তাই নির্বাচনে আমাদের প্রার্থী রয়েছে। তবে আগামীকাল জোটের যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে এ ব্যাপারে আলোচনা হবে। তারপরেই আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।’
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল রবিবার।
/পিএইচসি/টিএন/