ডিসিসি মার্কেট পরিদর্শনে যাচ্ছেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরআগুন লেগে ধসে যাওয়া গুলশানের ডিসিসি মার্কেট পরিদর্শনে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় গুলশান-১-এর ওই অগ্নিদগ্ধ মার্কেটটি পরিদর্শনে যাবেন। আগুন লাগার পর মার্কেটের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা নিতে ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতেই ডিসিসি যাবেন তিনি।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান রাত সোয়া একটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ সরকারের দাবি করা হবে। এক্ষেত্রে অগ্নিকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কারণ কী, তার তদন্ত দাবি করতে পারেন মির্জা ফখরুল।’

শায়রুল কবির আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতেই আগুন পুড়ে যাওয়া ডিসিসি মার্কেট পরিদর্শন করবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়াল। তাবিথ মঙ্গলবার দিবাগত রাতেই লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন বলে জানান শায়রুল।

 

/এসটিএস/টিআর/