‘সার্চ কমিটির সব সদস্য আ. লীগের রাজনীতির সঙ্গে জড়িত’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসার্চ কমিটির সদস্যদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সার্চ কমিটির প্রায় সব সদস্যই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’
শনিবার দুপুরে যুবদলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশা ছিল রাজনৈতিক সংকট নিরসনে একটি নিরপেক্ষ সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হবে। যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তা জনগণের সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই রাজনৈতিক দল হিসেবে আমরা (বিএনপি) কোনও আশা দেখতে পাচ্ছি না।’
তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সার্চ কমিটি কাজ করতে পারবেন কিনা, জানি না। তবে এ ব্যাপারে আশাবাদী নই। কারণ এই সার্চ কমিটি নিয়ে আমরা আশাহত, কিছুটা ক্ষুব্ধ হয়েছি।’

আরও পড়ুন-
সার্চ কমিটির কারও রাজনৈতিক সম্পৃক্ততা নেই: হানিফ

সার্চ কমিটিকে নিরপেক্ষ বিবেচনা করার অবকাশই নেই: বিএনপি

/এসটিএস/এসটি/আপ-টিআর/