X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটির কারও রাজনৈতিক সম্পৃক্ততা নেই: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩

মাহবুব উল আলম হানিফ নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সার্চ কমিটিতে রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তারা সবাই যোগ্য ব্যক্তি এবং তাদের কোনও রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে মন্তব্য  করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। কমিটি নিয়ে অহেতুক বিতর্ক না করে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান করেন। আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘আপনারা রাষ্ট্রপতির উপর আস্থা রাখুন। তিনি সবার আস্থাপূর্ণ নির্বাচন কমিশন গঠন করবেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। রাষ্ট্রপতি তাদের প্রস্তাব অনুসারে সার্চ কমিটি গঠন করেছেন। তিনি যাদের নিয়োগ দিয়েছেন সবাই যোগ্য ব্যক্তি। তাদের কোনও রাজনৈতিক সম্পৃক্ততা নেই তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে।’

হানিফ বলেন, ‘সার্চ কমিটি গঠনের পর বিএনপি হতাশা এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। আমরা জানতে চেয়েছিলাম কেন আপনারা হতাশ হয়েছেন? বললেন- এটা আওয়ামী লীগের পছন্দের কমিটি। আমরা তাদের বলছি সার্চ কমিটি নিয়ে আমরা কোনও নাম দেই নাই। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন এখানে পছন্দ, অপছন্দের কী আছে? সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন গঠন নিয়ে কয়েকটি নামের তালিকা তারা তৈরি করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন। রাষ্ট্রপতি তার মধ্য থেকে নির্বাচন কমিশন গঠন করবেন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশের জনগণের প্রতি তাদের কোনও আস্থা নেই। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাসী নয়। কারণ নির্বাচনে তারা জনগণের ভোটে পরাজিত হবে। তাই তারা ষড়যন্ত্র করছে। বিএনপি যদি ষড়যন্ত্রের পথ না ছাড়ে তাহলে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দেবে।’

ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

/পিএইচসি/এফএস/

আরও পড়ুন-


পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা প্রশ্ন অর্থমন্ত্রীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ