নতুন ইসি প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন: বিএনপি

নির্বাচন কমিশন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন যে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হয়েছে তাতে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটেছে। এই ইসি নিয়ে বিএনপি নিরাশ ও হতাশ। রাষ্ট্রপতি ইসি গঠনে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সন্দেহের জন্ম দিয়েছে।
নতুন ইসি গঠনের ২৬ ঘণ্টা পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ প্রতিক্রিয়া জানাতে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নির্বাচন কমিশনের (ইসি) বাকি সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদ হোসেন চৌধুরী। সার্চ কমিটির প্রস্তাবিত ১০টি নাম থেকেই রাষ্ট্রপতি এই পাঁচ জনকে নিয়োগ দিয়েছেন। নবগঠিত ইসি নিয়ে আজ মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা জানিয়েছিল বিএনপি।

আরও পড়ুন-

সাক্ষাতকারে প্রথম নারী নির্বাচন কমিশনার: আমরা সফল হবোই

‘বিএনপির সব নাম নিয়ে ইসি গঠিত হলেও তারা মানতো না’

নতুন ইসিও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সিইসি



/এসটিএস/টিআর/