রাজনৈতিক সহিংসতা বন্ধে বিশেষ ট্রাইবুন্যাল প্রয়োজন: আ. লীগ

আওয়ামী লীগরাজনৈতিক সহিংসতা বন্ধে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে কানাডার আদালতে দেওয়া রায়ের প্রসঙ্গ টেনে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি রুখতে সরকারের কাছে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান তিনি ।
তিনি আরও বলেন,‘বিএনপি যে সহিংস ঘটনা ঘটিয়েছিল, তা বন্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে রাজনীতির নামে সহিংস ঘটনার পুনরাবৃত্তি না হয়।’
হাছান মাহমুদ বলেন, ‘এ রায়ের পর বিএনপির রাজনীতিতে ও নেতৃত্বে আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলে আমরা মনে করি।’
তিনি বলেন, ‘বিএনপি যে রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী সংগঠনে রূপ ধারণ করেছে, তা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। কানাডার আদালতের এই রায়ের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’

/পিএইচসি/ এপিএইচ/

আরও পড়ুন : ডান্ডাবেরি পরিয়ে আদালতে আসামি হাজির, ডিআইজি প্রিজনকে তলব