‘নারীর প্রতি বৈষম্য রোধে প্রগতিশীল শক্তির উত্থান প্রয়োজন’

বক্তব্য রাখছেন সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।দেশে নারীরা বর্তমানে আরও বেশি করে শোষণ এবং ভোগের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি মনে করে, নারীর সম্ভ্রম চরম আশঙ্কার মুখে। এ কারণে তাদের জীবনের নিরাপত্তাহীনতা বাড়ছে। তার ভাষ্য, ‘নারীর প্রতি সব ধরনের শোষণ-বৈষম্য রোধে আদর্শবাদী প্রগতিশীল রাজনৈতিক শক্তির উত্থান হওয়া প্রয়োজন।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিপিবি’র কেন্দ্রীয় নারী সেলের উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত নারী-গণসমাবেশে কমরেড সেলিম আরও বলেন, ‘লুটেরা বুর্জোয়া শ্রেণির স্বার্থ রক্ষাকারী কোনও সরকারের পক্ষে নারীর অধিকার আর নারী মুক্তি তো দূরের কথা, নারীর ন্যূনতম নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও সম্ভব নয়। দেশের শ্রমজীবী মানুষসহ সব নারীকে তাদের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে।’

সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে এবং নারীনেত্রী মাকছুদা আক্তার লাইলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি নারী সেলের নেত্রী জলি তালুকদার, লুনা নূর, তাহমিনা ইয়াসমিন নীলা, লাকী আক্তার, নারায়ণগঞ্জের নারী সেলের নেত্রী শাহানারা বেগম।

সিপিবি’র নারী-গণসমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল প্রদক্ষিণ করে ঢাকার বিভিন্ন সড়ক।সমাবেশের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা। এছাড়া আবৃত্তি করেন পুষ্পিতা রায়। নারী-গণসমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/এসটিএস/জেএইচ/