‘স্বার্থের সংঘাত ঘটে এমন চুক্তি মানুষ গ্রহণ করবে না’

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলবাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিপক্ষে যায়, অর্থাৎ দেশের স্বার্থের সঙ্গে সংঘাত ঘটে, এই ধরনের কোনও চুক্তি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে  এক যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। আশায় ছিলাম, তিস্তার পানি অন্তত পাবো। কিন্তু আজ পর্যন্ত পাইনি। বরং সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে।’
বিএনপির মহাসচিব বলেন,‘শুধু তা-ই নয়, ভারতের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, পানি দেওয়া সম্ভব না। অথচ আমাদের দিক থেকে যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। ট্রানজিট দেওয়া হয়েছে। নৌপথে বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ একটু সুবিধাও পায়নি।’
মির্জা ফখরুল বলেন, ‘ভারতীয় পত্রিকায় এসেছে, ভারতের সঙ্গে ২৫ বছরের প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে। সেখানে কী হচ্ছে, তা বলা উচিত।’
২৫ মার্চকে গণহত্যা দিবসের প্রস্তাব অনুমোদনের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘প্রস্তাব নেওয়া হয়েছে, এটা আইনে আসুক। আমরা গণহত্যার বিরুদ্ধে, আমরা কনডেম করেছি।’

/সিএ /এপিএইচ/

আরও পড়ুন: 
৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব ঢাকা চেম্বারের