‘গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত আলোচনা বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, ‘স্বাধীনতার চেতনা গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান সংগ্রামে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত।’ শুক্রবার (১৬ জুন) ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আহমেদ  আজম খান বলেন, জাতি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। আর সেই নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, হবে সহায়ক সরকারের অধীনে। যারা বলেন- সহায়ক সরকার সংবিধানে নেই, তারা নিজেরাই তো সংবিধান মানেন না। তারা নিজেরাই অসাংবিধানিক সরকার। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে জনদাবি উপেক্ষা করা যাবে না।
বন্ধু দলের সভাপতি শরিফ শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।
/এসটিএস/এসএমএ/