জরিপে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিভিন্ন সংস্থার জরিপে জনপ্রিয়তা প্রমাণে ব্যর্থ হলে সংসদ সদস্যরা মনোনয়ন হারাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গ্রহণযোগ্যরা এগিয়ে থাকবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘সামনে নির্বাচন। ৩০০ আসনে মনোনয়ন দিতে হবে। বিভিন্ন সংস্থার জরিপে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন না, উইনেবল ক্যান্ডিডেট হবেন না, তারা মনোনয়ন পাবেন না।’

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা উইনেবল ক্যান্ডিডেট হবেন, তারা মনোনয়ন পাবেন। যারা নেতার জন্য যোগ্য ও যাদের জনপ্রিয়তা আছে, তারাই মনোনয়ন পাবেন।’

তবে কোন ধরনের সংস্থার জরিপ আমলে নেওয়া হবে, তা তিনি পরিষ্কার করেননি।

অনুষ্ঠানে কাদের 'ইফতার সামনে নিয়ে খানেদা জিয়া বিদ্বেষপ্রসূত মিথ্যাচার করছেন' বলে অভিযোগ করেন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

/পিএইচসি/ এপিএইচ/