ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

খালেদা জিয়াপবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (২৬ জুন) ঈদের দিন দুপুর বারোটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় শুরু হবে। চেয়ারপরসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, প্রথমে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এরপর বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন খালেদা জিয়া।

শায়রুল কবির জানান, শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর তিনি বনানী গোরস্থানে শায়িত তার ছোটছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও দোয়া করবেন।

দুপুরে শুভেচ্ছা বিনিময় পর্ব থেকে পুরোটা সময় বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গেই থাকবেন।বিকালে খালেদা জিয়া গুলশানের বাসভবনে গিয়ে বিশ্রাম নেবেন।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়ায় বসবাসরত তার মেয়ের সঙ্গে ঈদ করবেন। সম্প্রতি সস্ত্রীক তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন। আগামী ৩০ জুন দেশে ফিরবেন বলে নিজেই জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসটিএস/এসএমএ/