ফরহাদ মজহারের সন্ধান চেয়ে খালেদা জিয়ার বিলম্বিত টুইট

Khaleda Zia Tweetকবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘন্টা পর তার সন্ধান দাবি করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সাড়ে ৯টার দিকে তার টুইটার অ্যাকউন্টে ফরহাদ মজহারের মুক্তি চেয়ে টুইট করা হয়।

টুইটে লেখা হয়েছে, ‘ফরহাদ মজহারকে এখনি তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় এর দায় সরকারকে নিতে হবে। এটি শাসকচক্রের আরেকটি নিষ্ঠুর কর্ম।’

ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পর অনেক সময় পার হলেও খালেদা জিয়ার প্রেস উইং এ নিয়ে কোনও কথা বলেনি। ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ন্যাপসহ কয়েকটি দল তার সন্ধান চেয়ে বিবৃতি দিলেও বিএনপি’র হাই কমান্ড এ বিষয়ে ছিল নীরব। যদিও সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মজহারের বাসায় যান এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

দলীয় মতাদর্শী বুদ্ধিজীবী ফরহাদ মজহারের নিখোঁজের পর বিএনপির একাধিক নেতা খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের দৃষ্টি আকর্ষণ করলেও তারা এতে সাড়া দেয়নি। বিএনপি’র কমিউনিকেশন সেলও এ নিয়ে কার্যক্রম পরিচালনা করেনি।

নিখোঁজের প্রায় ১৬ ঘন্টা পর ফরহাদ মজহার উদ্ধার হন। এর কয়েক ঘন্টা আগে খালেদা জিয়ার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়।

বিএনপি’র মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউন-এর কাছে এ নিয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এ বিষয়টি আমি জানি না। রাত ৯টার দিকে চেয়ারপারসন টুইট করেছেন।

/এসটিএস/এমপি/