রবের বাসায় ডান ও বামপন্থী দলগুলোকে নৈশভোজের নিমন্ত্রণ

আসম আব্দুর রবরাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রবের বাসায় কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নৈশভোজের নিমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে তারা একসঙ্গে রাতের খাবারে অংশ নেবেন। জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
নৈশভোজে নিমন্ত্রণ পেয়েছেন বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, নাগরিক ঐক্য ও বাসদসহ কয়েকটি বামপন্থী দলের নেতারা। কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের খাবারের জন্য নিমন্ত্রণ এলেও মূলত রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সবার সঙ্গে আলোচনা করবেন আসম আবদুর রব।
ইতোমধ্যে বিএনপি জোট ও ক্ষমতাসীন জোটের বাইরে স্বতন্ত্র আরেকটি জোট করার ব্যাপারে এ দলগুলোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে বাংলা ট্রিবিউনে প্রগতিশীল ও বাম দলগুলোর নির্বাচনি ঐক্য-প্রক্রিয়া শুরু শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রব সাহেবের বাসায় নৈশভোজের নিমন্ত্রণ পেয়েছি। আমি যাবো। তবে যেহেতু রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন সেহেতু রাজনৈতিক আলোচনা হওয়াটা স্বাভাবিক। যদিও আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনও এজেন্ডা নেই।’

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের নেতারা রব সাহেবের দাওয়াতে অংশ নেবেন। আমিও যাবো, তবে একটু দেরি হবে।’

এছাড়া আসম আব্দুর রবের বাসায় বামপন্থী কয়েকটি দলকে নিমন্ত্রণ জানানো হলেও তারা বৃহস্পতিবারের নৈশভোজে নাও যেতে পারেন বলে একাধিক দলের একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

/এসটিএস/এএইচ/জেএইচ/