প্রধান বিচারপতির পর্যবেক্ষণে ১৬ কোটি মানুষের আকুতিই ফুটে উঠেছে

মজলিসে শুরার অধিবেশনষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণে এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের গভীর আকুতিই ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার (১৫ আগস্ট) পুরানা পল্টনে দলের অফিসের মিলনায়তনে ইসলামী আন্দোলনের ঢাকা জেলা শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতির সাহসী ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। দেশপ্রেমিক ঈমানদার জনতা যুগ যুগ ধরে সত্যানুসন্ধানী মানুষের সত্য উচ্চারণে প্রেরণার উৎস হয়ে থাকবে। যদিও এতে কারও কারও আঁতে টান পড়েছে। সত্য কথা সর্বদা তিক্তই হয়ে থাকে।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি ঐতিহাসিক এই রায় ও পর্যবেক্ষণের মাধ্যমে দেশের প্রথম শ্রেণির একজন নির্ভীক নাগরিক ও জাতির অভিভাবকের পরিচয়ই দিয়েছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। নীতি-নৈতিকতা বলছে কিছু বাকি নেই। দেশে সন্ত্রাস ও ধর্ষণের তুফান শুরু হয়েছে।’

দলের ঢাকা জেলা সভাপতি সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে শুরার অধিবেশনে উপস্থিত ছিলেন সেক্রেটারি শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মুফতি আব্দুল করীম, জেলা সহসভাপতি হানিফ মিয়া, জয়নুল আবেদীন প্রমুখ।

/সিএ/এএম/