রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি কাদেরের আহ্বান

ওবায়দুল কাদের (ফাইল ফটো)বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ আমাদের দেশে কঠিন পরিস্থিতি সৃষ্টি করছে। এতে আমরা বারবার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটছে। তাদের আমাদের দেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।এ পরিস্থিতি সামাল দেওয়া আমাদের জন্য কঠিন। বারবার মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিচ্ছি। কিন্তু এটা অব্যাহত রাখা ও তাদের জন্য ত্রাণ সংকুলন করা আমাদের জন্য বেশ কঠিন। যেখানে কক্সবাজারে ঠাঁই নাই, ঠাঁই অবস্থা সেখানে রোহিঙ্গাদের বেশি সংখ্যক উপস্থিতি আমাদের এখানে সামাজিক বিপর্যয় সৃষ্টি করছে।

এসময় তিনি বলেন,এর সঙ্গে ষড়যন্ত্রমূলক রাজনীতির একটা সম্পর্ক থাকতে পারে। ষড়যন্ত্রমূলক বিষয়গুলো আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।

মিয়ানমার সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন,‘জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’ এসময় রোহিঙ্গা সমস্যার সমাধানে আলাপ আলোচনার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

রোহিঙ্গাদের আশ্রয় দিতে বিএনপির চেয়ারপারসনের বিবৃতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে বসে এ ধরনের বক্তব্য দেওয়া কোনও দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতার দায়িত্ব নয়।তিনি কিছু বলবেন দেশে এসে বলুন। কিন্তু বিদেশে বসে এ ধরনের বক্তব্য সমর্থনযোগ্য নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। মধ্যাঞ্চলে অবনতির একটা আশঙ্কা ছিল, কিন্তু বর্তমানে সেই আশঙ্কা আমরা দেখছি না। কিন্তু বন্যার ক্ষয়ক্ষতির রেশ কাটতে অনেক সময় লাগবে। আমরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত দল ও সরকার থেকে সাহায্য করা হবে।

তিনি বলেন, এ ঈদ আমরা দুর্গতদের উৎসর্গ করে সেভাবে ঈদ আনন্দ করবো না। যাদের ঈদ আনন্দ হারিয়ে গেছে তাদের মাঝে দাঁড়িয়ে সান্ত্বনা দেবো। ঈদের খরচ সংকুচিত করে যতটা সম্ভব দুর্গত মানুষকে সাহায্য করবো।

তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রাথমিক তারিখ চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, শ ম রেজাউল করিম, শাম্মী আহমেদ, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, হারুনুর রশীদ, রোকেয়া সুলতানা, আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া প্রমুখ।