রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিক তৎপরতা অব্যাহত আছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের, ফাইল ছবিরোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনীতিক তৎপরতা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন। প্রধানমন্ত্রী তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। একইসঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘সীমানা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। ফলে সীমান্ত এলাকায় ভারসাম্য ঠিক করা যাচ্ছে না। যারা এসে গেছে তাদের (রোহিঙ্গা) বিষয়টা আমরা মানবিকভাবে দেখছি। আগামীতে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি আমারা প্রতিকার করবো।’

এসময় তিনি কাদের সিদ্দিকীর চিকিৎসা ও শরীরের খোঁজ-খবর নেন।