রিফিউজি হিসেবে থাকাটা সম্মানজনক নয়: শেখ হাসিনা

গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক (ছবি- ফোকাস বাংলা)বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কোনও দেশের মানুষ আরেক দেশে রিফিউজি হয়ে থাকাটা সেই দেশের জন্য সম্মানজনক নয়। এটা মিয়ানমারকে উপলব্ধি করতে হবে।’
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে ক্ষমতাসীন দলটির সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।
রোহিঙ্গা সমস্যাটিকে দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘মিয়ানামারে যে ঘটনা ঘটছে তার ফলে আমাদের এখানে অনেক শরণার্থী আসছে। সেই ১৯৭৮ সাল থেকেই এই অঞ্চলে শরণার্থী হয়ে ঢুকছে তারা। আমাদের এখানে নিবন্ধিত রিফিউজির তুলনায় অনিবন্ধিত রিফিউজির সংখ্যা অনেক বেশি। মিয়ানমারে একটি করে ঘটনা ঘটে, আর সেখান থেকে দেশটির নাগরিকরা চলে আসে। সবচেয়ে মানবেতর অবস্থায় দিন কাটাতে হচ্ছে নারী ও শিশুদের। নৌকা ডুবে শিশু ও নারীরা মারা যাচ্ছে। এটা সত্যিই খুব কষ্টকর। এগুলো সহ্য করা যায় না।’
শেখ হাসিনা বলেন, ‘আমরাও দেখছি মিয়ানমানের মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয়ের জন্য এখানে আসছে। আমরা তাদের সহযোগিতা করতে সাধ্যমতো চেষ্টা করছি। সেইসঙ্গে মিয়ানমার সরকারের ওপর চাপ দিচ্ছি— তারা যেন আমাদের দেশে থাকা তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়। সেটাই আমরা চাই।’
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আরও বলেন, ‘মিয়ানমার থেকে এখানে যারা আসছে, তারা তো সেই দেশের নাগরিক। তারা কেন অন্য দেশে রিফুজি হয়ে থাকবে? কোনও দেশের মানুষ যদি আরেক দেশে রিফুজি হয়ে থাকে, সেটা সেই দেশের জন্য সম্মানজনক নয়। এটা মিয়ানমারকে উপলব্ধি করতে হবে। যারা আমাদের দেশে চলে এসে আশ্রয় চাচ্ছে, তাদেরকে ফিরিয়ে নেওয়া উচিত। নিরাপত্তা দেওয়া উচিত। তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেওয়া উচিত।’
আরও পড়ুন-
রোহিঙ্গা নারীকে জড়িয়ে ধরে কাঁদলেন তুরস্কের ফার্স্ট লেডি
মিয়ানমার সরকারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমস্যা হচ্ছে: প্রধানমন্ত্রী