‘রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’

ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীবল প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম এবং সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

এক লিখিত বক্তব্যে তারা বলেন, মিয়ানমার সরকারকে এই গণহত্যা বন্ধ করতে হবে। দেশত্যাগী রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে একটি কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের অপরিহার্য কর্তব্য। আমরা আশা করবো মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় এ নৃশংস গণহত্যা বন্ধ করার জন্য মিয়ানমার সরকার এবং আঞ্চলিক শক্তিগুলোর ওপর চাপ প্রয়োগ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ গণহত্যার জন্য প্রকৃত দায়ীদের অবশ্যই চিহ্নিত করতে হবে এবং অপরাধ সমূহের প্রকৃতি নির্ণয় করার জন্য আন্তর্জাতিক কমিশন গঠন করা প্রয়োজন হতে পারে; যেন আন্তর্জাতিক আদালত অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে পারে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ‘জাতীয় সংকট সমাধানে-জাতীয় ঐক্য: রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ও সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এক সমাবেশ’ -এর আয়োজন করা হয়।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

তারা আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।