৩১ মার্চ ছাত্রলীগের সম্মেলনের ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগআগামী ৩১ মার্চ ছাত্রলীগ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক  জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ অনুযায়ী, ৩১ মার্চ প্রথম অধিবেশন ও ১ এপ্রিল দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

৬ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা মার্চে ছাত্রলীগ সম্মেলনের আয়োজন করুক।’  ৮ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্মেলনের বিষয়ে কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী তাদের সম্মেলনের তারিখ ঘোষণার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ  শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফর আলী মিলনায়তনে এক জরুরি সভায় বসে। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও  সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।  

সভায় সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘আমাদের সঙ্গে আপার (শেখ হাসিনা) কথা হয়েছে। তার নির্দেশে আমরা সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি। এই কমিটির যেসব ব্যর্থতা রয়েছে তা আমার আর সভাপতির। আর সফলতা আপনাদের।’

সভাপতি সোহাগ সম্মেলনকে সফল করতে কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা কামনা করেন।