X
সোমবার, ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসিকে জানান, অন্তর্বর্তী সরকারকে সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১৬:২০আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭:২১

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে সোমবার (১৬ জুন) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো, জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে দ্রুত আমরা যাতে গণতান্ত্রিক পরিবর্তনে যেতে পারি সে রকম কার্যক্রম  আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই নির্বাচন কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় জানাবেন বলে আশা করি। যাতে ইসি জনগণের সামনে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, এখানে সাইফুল হক ভাই (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) জিজ্ঞাসা করেছেন যে তাদের দায়মুক্তির বিষয়ে লন্ডনে কোনও আলোচনা হয়েছে কিনা। না কারও দায়মুক্তির বিষয়ে আমাদের কোনও আলোচনার প্রসঙ্গ ছিল না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সংবিধানিক বৈধতা আছে। আর্টিক্যাল ১০৬ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে। সংবিধান যেভাবে বলেছে, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকতে হয়, সেটা উপদেষ্টামণ্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরও অনেক বিষয় আছে।

সালাহ উদ্দিন বলেন, সাংবিধানিকভাবে এই সরকারের অনুমোদন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট– এটা আপনাদের (অন্তর্বর্তী সরকার) মাথায় রাখবেন। রেটিফিকেশন লাগলে এই বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে.. সেটাও আমরা বিবেচনা করবো।

এর আগে, রবিবার (১৫ জুন) প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে লন্ডনের বৈঠকের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে, অন্যদের মতো সংবাদমাধ্যম থেকে যেটুকু জানা, এর বাইরে কিছু নেই। এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। ভেতরে কী আলাপ হয়েছে। শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে, সেটা তো আন-সাইনড; এটাই বা কতটুকু জেনুইন, তাও জানি না। কারও স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন। তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট।

নাসির উদ্দিন বলেন, অফিসিয়ালি কোনও কিছু না এলে কিছু করা যাবে না। ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে, আলাপের পেছনেও আলাপ থাকে। ঘোষণা একটা হয়েছে, নিশ্চয়ই ভেতরে অনেক আলাপ হয়েছে।...সেগুলোও আমাদের জানতে হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

শুক্রবার লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে মত দেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ইশরাককে হত্যার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল
‘আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির তালিকায় নৌকা প্রতীক থাকবে’
জরুরি অবস্থা ও প্রধান বিচারপতি নিয়োগের আইন সংস্কারে ঐকমত্য
সর্বশেষ খবর
রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৫
রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৫
আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২
আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সর্বাধিক পঠিত
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’