বিএনপির মনোনয়ন পাওয়ার আশা তাবিথ আউয়ালের

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তাবিথ আ্উয়ালঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। রবিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘আমি বেশ আশাবাদী, ডিএনসিসি নির্বাচনে দল থেকে মনোনয়ন পাবো। গত নির্বাচনে দল আমাকে সমর্থন দিয়েছিল। সেই নির্বাচনে আমার কর্মকাণ্ডে দল সন্তুষ্ট হয়েছে বলে মনে করি। তাই এবারও দল থেকে মনোনয়ন পাবো বলে আশাবাদী।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়া না হলেও, দল যাকে মনোনয়ন দেবে আমি ও আমার সমর্থকরা তার পক্ষে কাজ করবো। এখানে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।’

এর আগে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করছেন আরও চার জন। তারা হলেন, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনপির সহ-প্রচার সম্পাদক শাকিল ওয়াহেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।

আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর রাত সাড়ে ৮টায় মনোনয়ন সংগ্রহকারীদের সঙ্গে সাক্ষাৎ করবে দলের মনোনয়ন বোর্ড। এ বোর্ডের সভাপতি বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া।