‘হেফাজতকে সমীহ করেই রাজনীতি করতে হবে’

হেফাজতে ইসলাম বাংলাদেশ

হেফাজত একটি বৃহৎ শক্তি। এই শক্তিকে সমীহ করেই এই দেশে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত আমিনী। তিনি একইসঙ্গে  ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান। শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, হেফাজত কোনও রাজনীতি করে না। তবে যারা রাজনীতি করেন, হেফাজতকে ডিঙিয়ে তাদেরও চলা সম্ভব নয়।

বিবৃতিতে মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন,২০১৩ সালের ৫ মে শাহ্ আহমদ শফীর ডাকে ১৩ দফা দাবি আদায়ে ঢাকা অবরোধ কর্মসূচি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ঈমানি আন্দোলন। দল-মত নির্বিশেষে লাখ লাখ   জনতা সেই আন্দোলনে শরিক হয়েছিলেন। কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতা থেকে নামানোর কোনও লক্ষ্য হেফাজতের ছিল না।