আমাকে অগণতান্ত্রিকভাবে অপসারণ করা হয়েছে: এম এ আউয়াল






এম এ আউয়ালআওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) মহাসচিবের পদ থেকে নিজের অপসারণকে অগণতান্ত্রিক বলে দাবি করেছেন এম এ আউয়াল। রবিবার (১০ জুন) বিকালে রাজধানীর কলাবাগানে নিজের ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
গত ১৬ এপ্রিল এম এ আউয়ালকে বিটিএফের মহাসচিব পদ থেকে অপসারণ করা হয়।
এম এ আউয়াল বলেন, ‘আমি বলতে পারবো না কী করাণে আমাকে বহিষ্কার করা হয়েছে। ২৮ এপ্রিল কাউন্সিলের আগে হঠাৎ ১৬ এপ্রিল আমাকে অপসারণ করা হয়। আমি মনে করি, এটা উদ্যেশ্যপ্রণোদিত। গণতান্ত্রিকভাবে সব কাজ হওয়া দরকার। দলে গণতন্ত্র না থাকলে, দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? আমি তরিকতের সাথেই ছিলাম, থাকবো।’
অপসারণ করা হলেও ১৪ দলীয় জোট থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছের কথা জানান এম এ আউয়াল। তিনি বলেন, ‘আমি এখন তরিকতের মহাসচিব না থাকলেও দলটির একজন কর্মী। বর্তমানে আমাদের দুজন সংসদ সদস্য আছে। আগামী নির্বাচনে আমরা ১০টি আসন জোটের কাছে চাইবো। এছাড়াও ইসলাম নিয়ে কাজ করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইসলামি দলগুলোকে একটি নির্দিষ্ট প্লাটফর্মে আনার জন্য অতীতের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।’
এম এ আউয়াল বলেন, ‘আমি চেয়েছিলাম যেসব দল সত্যিকারের ইসলাম নিয়ে কাজ করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাদের আলাদা না রেখে এক জায়গায় নিয়ে আসতে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইসলামি দলগুলোকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারবো। আমরা অনেকগুলো দলের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলাম এবং যোগাযোগ অব্যাহত আছে।’