নির্বাচন থেকে পালাতে চায় বিএনপি: হাছান মাহমুদ

বক্তব্য রাখছেন হাছান মাহমুদ

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি আগামী নির্বাচন থেকে পালাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২২ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে অনুরোধ করবো, দয়া করে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজবেন না। বিএনপিকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। এবার নির্বাচন থেকে পালালে দেশ থেকেও পালিয়ে যেতে হতে পারে।’

তিনি বলেন, ‘বিএনপির নেতারা খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক বলেছেন। খালেদা জিয়া হলেন সন্ত্রাস, দুর্নীতি আর ঘৃণার প্রতীক। তিনি রাজনীতির কারণে জেলে যাননি। তিনি দুর্নীতির কারণে জেলে গিয়েছেন।’

হাছান মাহমুদ বলেন,  ‘শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের যে অর্জন, দেশের যে অগ্রযাত্রা, তা অনেকের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা আওয়ামী লীগবিরোধী রাজনীতি করে, সরকারের অর্জনগুলো তাদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তারা নির্বাচন নিয়ে নানা দাবি উপস্থাপন করছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে। এর কোনও ব্যত্যয় ঘটবে না।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন তাকে হত্যা করা হয়। এখনও ষড়যন্ত্র চলছে। তারা যদি আবার আগুন সন্ত্রাস ও বিশৃঙ্খলার পথ বেছে নেয়, তবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

সংগঠনের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর নেতা আকতার হোসেন, অরুণ সরকার রানা প্রমুখ।