জরুরি বৈঠকে ২০ দলীয় জোটের নেতারা

বৈঠকে ২০ দলীয় জোটের নেতারাগুলশানে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। বুধবার (৪ জুলাই) বিকাল ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির ঘোষিত দুদিনের কর্মসূচিতে জোটের অংশগ্রহণ করা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলীয় জোটের বৈঠকে উপস্থিত আছেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান ও খেলাফত মজলিশ মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের প্রমুখ।