বড় দুই দলের শাসনে জনগণ অতিষ্ঠ : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশবড় দুই দলের শাসনে জনগণ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পর্যালোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মাওলানা ইউনুছ আহমদ বলেন, তিনটি সিটি নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে একটিই প্রশ্ন- তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা। সন্ত্রাসীদের দৌরাত্ম্য যেভাবে শুরু হয়েছে তাতে দেশবাসী নির্বাচন নিয়ে শঙ্কিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, 'তিন সিটির নির্বাচনের ওপর নির্ভর করবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের সাধারণ মানুষ বড় দুটি দলের হিংসাত্মক রাজনীতির কবল থেকে বাঁচতে চায়। জনগণ পরিবর্তন চায়, লুটেরা ও বুর্জোয়াদের কবল থেকে মুক্তি চায়।'

সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।