কামাল হোসেনদের প্রয়োজন নেই: আসল বিএনপি

কামরুল হাসান নাসিম‘আসল বিএনপির উদ্যোক্তা’ হিসেবে পরিচয়দানকারী কামরুল হাসান নাসিম বলেছেন, ‘বিদেশি শক্তির ওপর আর নির্ভরশীলতা নয়। অসৎ উদ্দেশ্যের কামাল হোসেনদের প্রয়োজন নেই আমাদের।’শনিবার দুপুরে হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসিম এ কথা বলেন।

এ সময় তিনি দেশের গণতন্ত্র, সংবিধান, বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কথা বলেন। নির্বাচনকালীন সরকারে থাকার জন্য তিনি একত্রিশ ব্যক্তির নাম প্রস্তাব করেন।

বিএনপিকে পরিবর্তন করতে চান দাবি করে কামরুল হাসান নাসিম বলেন, ‘আর  কোনও নাশকতা করা যাবে না তারেক রহমানের কথায়। অনেক সুযোগ তাঁকে দেওয়া হয়েছে। তিনি যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশে না আসেন তবে দল নিয়ে তার না ভাবলেও চলবে। আমরা চালাবো বিএনপিকে। নেতৃত্ব জ্যেষ্ঠরাই দিবে।’