ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতায় হুমকি: খেলাফত মজলিস

খেলাফত মজলিসডিজিটাল নিরাপত্তা বিল পাস করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘ডিজিটিাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতায় হুমকি।’

আরও বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্যেই এই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এ আইনের বহুল সমালোচিত ও বিতর্কিত ৩২(২) ধারায় সংবাদ প্রকাশে সাংবাদিকদের কারাদণ্ড ও অর্থদণ্ডের ভয় দেখানো হয়েছে। আগের বিতর্কিত ৫৭ ধারার চেয়েও এ আইনের ৩২ ধারাসহ বিভিন্ন ধারা মারাত্মকভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর মারাত্মক হুমকি। এ আইন সংবিধানে বর্ণিত বাকস্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী।