সংবিধানসম্মতভাবে নির্বাচন চায় জাতীয় পার্টি

জি এম কাদের (ফাইল ফটো)সংবিধানসম্মতভাবে নির্বাচন চেয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সংবিধানের বাইরে যাবে না জাতীয় পার্টি। বিএনপি নির্বাচনে না এলে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা।
সোমবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপে সুনির্দিষ্ট কোনও দাবি জানাইনি আমরা। সংবিধানের আলোকেই নির্বাচনের দাবি জানিয়েছি।’

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। বিএনপি নির্বাচনে অংশ নিলে ১৪ দলের সঙ্গে মিলে (জোটগতভাবে) নির্বাচন করবো বলেও জানান তিনি। 

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমি সংলাপ করতে আসিনি।’

সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে রয়েছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে অংশ নেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, ড. হাছান মাহমুদ, দিলিপ বড়ুয়া, মহিউদ্দিন খান বাদল ও আবদুর রহমান গোলাপ।

আরও পড়ুন: সংলাপে এরশাদের নেতৃত্বে ৩৩ নেতা

               অর্থবহ নির্বাচনের মাধ্যমে উন্নয়ন অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

              সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার দাবি ঐক্যফ্রন্টের

              সংলাপের প্রতিফলন থাকবে তফসিলে: ইসি সচিব