তফসিল পেছানোর দাবিতে ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সভাতফসিল পেছানো এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। শনিবার (১০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক এইচএম সাইফুল ইসলাম বলেন, তফসিল পেছানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। পরবর্তীতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট ও হাউস বিল্ডিং চত্বরে কর্মসূচি পালন করতে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ। এমনকি দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করতে চাইলে তাতেও বাধা দেয় পুলিশ। বাধার কারণে অবশেষে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘ইসি ভোট চুরির ব্যবস্থা করে সরকারকে ক্ষমতায় আনতে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে। এ তফসিল বাতিল করতে হবে।’
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতি কেফায়েতুল্লাহ কাশফি, আব্দুর রহমান, আবুল কাশেম, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, ছাত্রনেতা নূরুল করীম আকরাম, শ্রমিক নেতা ওমর ফারুক প্রমুখ।