রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে ব্রিফিংয়ের ঘটনা তদন্তের দাবি বিএনপির

বিএনপি

রিটার্নিং কর্মকর্তাদের ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে ব্রিফিং’ করার ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) এসে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদের কাছে চিঠিটি হস্তান্তর করেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার উদ্দেশে লেখা ওই চিঠিতে অভিযোগ করা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সব রিটার্নিং কর্মকর্তাকে ব্রিফিংয়ের জন্য গত ১৩ নভেম্বর ঢাকায় ডেকে পাঠান। ব্রিফিং শেষে তারা যখন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন ঠিক তখনই জরুরি ভিত্তিতে আবার তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তলব করা হয়। এ সময় অনেক কর্মকর্তা কর্মস্থলের কাছাকাছি চলে গেলেও তারা বাধ্য হয়ে ফিরে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। দ্বিতীয় অভিযোগ করা হয়, সংসদ নির্বাচনে সরকারি দলের পক্ষে ভূমিকা রাখার জন্য ওই সময় বিভিন্ন বিষয় রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই ব্রিফিংকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় ও লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অশনি সংকেত বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বিএনপির চিঠিতে নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডেকে সভা করাকে শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। রিটার্নিং অফিসার ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের টেলিফোন কললিস্ট যাচাই ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে ওই দিনের ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব বলেও বিএনপি ওই চিঠিতে উল্লেখ করেছে।