তিন আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল, আছে বিকল্প প্রার্থী

খালেদা জিয়াবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বগুড়ার দুটি ও ফেনীর একটি আসনে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। তবে সবগুলো আসনেই বিএনপির একাধিক প্রার্থী রাখা হয়েছে।

আজ বুধবার বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফফরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র দাখিল করা হয়।  

বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন, বিএনপি নেতা সরকার বাদল মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংরক্ষিত আসনের সাবেক এমপি রেহেনা আক্তার রানুর নেত্বৃত্বে দলের জেলা নেতারা। খালেদা জিয়ার বিকল্প হিসেবে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, ছাগলনাইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান নূর আহমেদ মজুমদারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন খালেদা জিয়া। দণ্ডপ্রাপ্ত অবস্থায় তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।