জনগণের সঙ্গে থেকে জনকল্যাণে কাজ করবো: কামাল আহমেদ মজুমদার

কামাল আহমেদ মজুমদারের গণসংযোগজনগণের সঙ্গে থেকে জনকল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেছেন ঢাকা-১৫ নম্বর আসনের বর্তমান সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও ১৪ দলের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) মিরপুরে (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড) গণসংযোগ করতে এসে এমন মনোভাব ব্যক্ত করেন তিনি। এই গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনি প্রচারণা শুরু করেন।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কামাল আহমেদ মজুমদার বিকালে ওয়ার্ডের বিভিন্ন অলিগলি (পূর্ব ও পশ্চিম কাজীপাড়া) ঘুরে জনগণের মাঝে ছোট ছোট পোস্টার বিলি করেন ও ভোট চান। এ সময় তিনি এলাকার স্কুল, কলেজ ও রাস্তাঘাটের উন্নয়নসহ আরও অনেক কাজের প্রতিশ্রুতি দেন বলে জানান গণসংযোগে অংশ নেওয়া কর্মীরা।

বিকাল পৌনে চারটায় কামাল আহমেদ মজুমদার মিরপুরের কাজীপাড়ায় পৌঁছে গাড়ি থেকে নেমে মিছিলে মিশে যান। পরে নেতাকর্মীদের নিয়ে তিনি পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মইজুদ্দীন ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে মিরপুর ১৩ নম্বর সেকশনের সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে গণ জমায়েতে অংশ নেন কামাল আহমেদ মজুমদার। গণসংযোগ শেষ হয় ইটখোলা বাজারে। পরে রাতে ওই বাজারে উঠোন বৈঠক হওয়ার কথা। এই ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১ লাখ ৯ হাজার।

প্রসঙ্গত, মিরপুর ভেঙ্গে শুধু কাফরুল থানা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে ২০০৮ সালে গঠিত হয় ঢাকা-১৫ আসন। এ সময় এখান থেকে পাশ করেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। ২০১৪ সালের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি।