কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক বুধবার

জাতীয় ঐক্যফ্রন্টআগামীকাল বুধবার (১৯ ডিসেম্বর) কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানীর  বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ এই তথ্য জানান।

ড. মেহেদী মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে আগামী ২৪ অথবা ২৫ ডিসেম্বর রাজধানীতে গণশোভাযাত্রা, ২৮ ডিসেম্বর রাজধানীতে গনসমাবেশ করার কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।’

১৯ ডিসেম্বর ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লায় নির্বাচনি প্রচারণায় যাওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মাসুদ।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।