নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

ভোট দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়

দেশের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রবিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর সিটি কলেজে নিজের ভোট প্রদানের পর দেশবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীরা মিলে একটা কন্ট্রোভার্সিয়াল নির্বাচন করার জন্য লেগে আছে। তারা বিদেশে প্রচুর লবিং করছে। তারা জানে সব জরিপে আমরা এগিয়ে। বিএনপি-জায়ামাতের কোনও উপায় নেই। তারা চেষ্টা করে যাচ্ছে— আমাদের লোকজনকে হত্যা করে, লম্বা লিস্ট বানিয়ে হতাহতদের তাদের নিজেদেরর লোক বলে দাবি করছে।’ তিনি বলেন, ‘যখন পুলিশ তাদের গ্রেফতার করছে, তারা নালিশ করছে যে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, আমাকে (বিএনপি) গ্রেফতার করা হচ্ছে।’ তারা মানুষ হত্যা করবে। সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আর তাদের গ্রেফতার করতে পারবে না—এটা কেমন কথা!’

নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ মেনে নেবে বলে জানিয়ে জয় বলেন, ‘অবশ্যই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষ যাকে ভোট দেবে, তারাই ক্ষমতায় আসবে। আমার অনুরোধ বাংলার মানুষের প্রতি একটাই— যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদেরকে ভোট দেবেন না। যারা আমাদের দেশের ৩০ লাখ ভাইবোনদেরকে হত্যা করেছে ১৯৭১ সালে, তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের ভোট দেবেন না।’

তিনি আরও বলেন, ‘তরুণদের উদ্দেশে বলবো, যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যে দল দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে দল দেশকে স্বাধীনতা দিয়েছে, যে দল দেশকে মধ্যম আয়ের দেশ করেছে, যে দল দেশকে উন্নয়নশীল করেছে, সেই দলের প্রতীক নৌকায় ভোট দেবেন।’