ঐক্যফ্রন্টে বিন্দুমাত্র অনৈক্য নেই: গণফোরাম

মোস্তফা মহসীন মন্টু (ছবি: সংগৃহীত)জাতীয় ঐক্যফ্রন্টে বিন্দুমাত্র অনৈক্য নেই বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। রবিবার (৬ জানুয়ারি) বিকালে এক বিবৃতিতে তিনি বলেন, ‘গতকাল শনিবার বিভিন্ন অনলাইন পোর্টালে এবং আজ রবিবার ছাপা পত্রিকায় জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।’

মোস্তফা মহসীন বলেন, ‘শনিবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর একটি মিলনায়তনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় ড. কামাল হোসেনের একটি বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির ভিত্তিতে এ ধরনের মন্তব্য করা হয়েছে। ড. কামাল হোসেন কোনোভাবেই বলেননি গণফোরাম থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। আশা করি এই প্রশ্নে আর কোনও ভুল বোঝাবুঝি থাকবে না।’

গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা স্পষ্টভাবেই বলতে চাই, সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিন্দুমাত্র অনৈক্য নেই। বরং গত ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পর জনগণের ভোটের অধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার আদায়ে জাতীয় ঐক্যফ্রন্ট আগের চাইতেও আরও বেশি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।’

তিনি এও বলেন, ‘এখানে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, ৩০ ডিসেম্বর নির্বাচন নামের প্রহসনটি জাতীয় ঐক্যফ্রন্ট সেদিনই প্রত্যাখ্যান করেছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মন্টু বলেন, ‘এই প্রহসনটি আবারও দৃঢ়ভাবে প্রমাণ করেছে এই দেশে দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট তার কর্মসূচি চালিয়ে যাবে।’