X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ২০:২৫আপডেট : ২১ মে ২০২৫, ২২:২০

জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই যে এতদিন ধরে কথা বললেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কী দাঁড়ালো। ন্যূনতম (ঐকমত্য) পাওয়া গেছে? ১৬৬টি প্রস্তাব করেছিলেন, ১৪৬টিতে সব দল একমত হয়েছে। তাহলে বেশির ভাগ তো ঐক্য হয়ে গেছে। তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন?

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মাহমুদুর রহমান মান্না বলেন, আলী রীয়াজ সাহেব বলছেন ‘আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে মতপার্থক্য করছেন। এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করেন।’ রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারতো, তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে এরকম বিতর্ক করেই। যেগুলো অমীমাংসিত। যেগুলো নিজেরা সমাধান করতে পারে না। এ ধরনের ঘটনা এবার বাংলাদেশের প্রথম হচ্ছে না। পাকিস্তান আমলেও এমন হয়েছে। ড. ইউনূস এখানে এসে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন। তিনি (ড. ইউনূস) বলেছেন, ‘আমি সবার সঙ্গে কথা বলবো। ন্যূনতম মধ্যস্থতার ভিত্তিতে সংস্কার করে নির্বাচন দিয়ে দেবো।’

জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে মান্না বলেন, ‘আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি—ওরা আজ নির্বাচন কমিশন ঘেরাও করেছে কেন? উনি বাইরে গিয়েও বলেছেন—‘এত বড় অবদান রেখেছে তারা, এত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা এই ছাত্রদের বিষয়ে শ্রদ্ধাশীল, আমরা মনে করেছি এই কাজ এতগুলো রাজনৈতিক দল মিলে করতে পারেনি, সেই কাজ ছাত্ররা করতে পেরেছে। এ জন্য তারা আলাদা সম্মান পায়।’

মান্না আরও বলেন, এই শিক্ষার্থীরা ক্ষমতায় গেলো উপদেষ্টা হয়ে। এখন সেই উপদেষ্টাদের পদত্যাগ চেয়ে বিএনপি মিছিল করছে। এটা ভালো লাগছে দেখতে?

সরকার এখনও একটা সংস্কার করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, কতগুলো বিদেশি পাসপোর্টধারী এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তা হিসাব করে পাওয়াও মুশকিল। পুরো দেশের মধ্যে একটি সংশয়, অবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে।

এসময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক প্রমুখ।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে: সাইফুল হক
দেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে: মান্না
রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, প্রশ্ন মান্নার
সর্বশেষ খবর
আমাদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না: লিটন
আমাদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না: লিটন
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইশরাকের
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইশরাকের
মব সামলিয়ে পুরস্কৃত ধানমন্ডি থানার ওসি
মব সামলিয়ে পুরস্কৃত ধানমন্ডি থানার ওসি
মরুর বুকে ‘ছিন্নভিন্ন’ বাংলাদেশের ক্রিকেট
মরুর বুকে ‘ছিন্নভিন্ন’ বাংলাদেশের ক্রিকেট
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ