X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা না ছাড়ার ঘোষণা ইশরাকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ২০:৪১আপডেট : ২১ মে ২০২৫, ২১:১৪

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) রাত পৌনে ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন। এছাড়া সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়েছেন তিনি।  

আদালতের রায় অনুযায়ী ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ নাগাদ নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তার সমর্থকরা। আজও দিনভর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হন। তাদের সঙ্গে রয়েছেন ইশরাকও।

তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। কোনও এক ব্যক্তিকে মেয়র পদে বসানোর জন্য এ আন্দোলন নয়। এটি আগামী নির্বাচন সুষ্ঠু করার আন্দোলন। আদালত পুরো মামলা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং নির্বাচন কমিশন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেই তাদের মতামত দিয়েছে। স্থানীয় সরকারের দায়িত্ব হলো শপথ পড়ানো। অথচ এর উপদেষ্টা ব্যক্তিগত মতামত দিচ্ছেন। এটি আমাদের মৌলিক অধিকারের পরিপন্থি। দুই উপদেষ্টা একটি নতুন দলের পক্ষে কাজ করছেন। অথচ তারা সরকারের প্রতিনিধি।

ইশরাক বলেন, রাজনৈতিক দলের পক্ষে কাজ করলে সরকারে থাকার নৈতিক অধিকার নেই। এ ক্ষেত্রে তিনি নাহিদ ইসলামকে ধন্যবাদ জানান।

বিএনপির এই নেতা বলেন, আরও কয়েক জন উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও কমিশনকে চাপ দিচ্ছেন। এমনটি হলে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আস্থা থাকবে না। আমরা আরেকটা স্বৈরাচার সৃষ্টি হতে দেবো না। হলে হাসিনার মতো পরিণতি হবে।

তিনি বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসা ছোট দল নয়। আমরা কোটি মানুষের আস্থার প্রতীক। এই আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে কুচক্রীদের চেহারা আরও উন্মোচিত হচ্ছে। সব দল যাতে সহাবস্থানে থাকতে পারে, আমরা সে আন্দোলন করছি।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইশরাকের
দ্রুত নির্বাচনের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
ভিপি নূরের বিরুদ্ধে ডিএনসিসির অভিযোগ মিথ্যাচার: গণঅধিকার পরিষদ
সর্বশেষ খবর
ধোলাইখালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ধোলাইখালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
আমাদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না: লিটন
আমাদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না: লিটন
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইশরাকের
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইশরাকের
মব সামলিয়ে পুরস্কৃত ধানমন্ডি থানার ওসি
মব সামলিয়ে পুরস্কৃত ধানমন্ডি থানার ওসি
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ