আ. লীগের সংরক্ষিত আসনের মনোনয়ন: শিরিনা নাহারের বদলে মমতা

আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন শিরিনা নাহার লিপি। তার বদলে মনোনয়ন দেওয়া হয়েছে মমতা হেনা পারভীনকে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিরিনা নাহার লিপির পরিবর্তে টাঙ্গাইল থেকে মমতা হেনা পারভীনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রথম দফায় ৪১ ও পরে ২ জন মিলিয়ে মোট ৪৩ জনকে মনোনয়ন দেয়। প্রথমে খুলনা থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পান শিরিনা নাহার লিপি। লিপি বিএনপি নেতার স্ত্রী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার বদলে মমতাকে মনোনয়ন দেওয়া হয়েছে।