উপজেলা নির্বাচনে অংশ নেবে না বাম ঐক্য



52352366_293800781205480_421069290800676864_nআসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না গণতান্ত্রিক বাম ঐক্য। কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ডা. এম এ সামাদ বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন পুরো জাতি দেখেছে; একটি প্রহসনমূলক নির্বাচন। তাই গণতান্ত্রিক বাম ঐক্য আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. এম এ সামাদ বলেন, “গণতান্ত্রিক বাম ঐক্য দীর্ঘদিন ধরে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য শাসকশ্রেণির বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। আমরা অবিলম্বে ‘ভুয়া’ ভোটে নির্বাচিত বর্তমান সরকার পদত্যাগ করে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থার দাবি জানাচ্ছি।” দল হিসেবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের শরিক দল সাম্যবাদী দলের (এম.এল.) সম্পাদক হারুন চৌধুরী, মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম প্রমুখ।