ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সাবেক নেতাদের ভূমিকা রাখার নির্দেশ আ.লীগের

1222

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয় পেতে ছাত্রলীগের সাবেক নেতাদের কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে। ডাকসু নির্বাচন উপলক্ষে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিমিয় সভায় দলটির কেন্দ্রীয় নেতারা সাবেক ছাত্রলীগ নেতাদের বিভিন্ন নির্দেশনা দেন।   

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সদস্য ইকবাল হোসনে অপু, গোলাম রাব্বানী চিনু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি। আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, লিয়াকত শিকদার, বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, সাবেক  সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ আরও অনেকে।

এসময় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রী চান ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের সৃষ্টি হোক। ছাত্রলীগের সাবেক নেতাদের ঐক্যবদ্ধভাবে ভোট চাইতে হবে।’

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘ছাত্র রাজনীতির ইতিবাচক দিক বিবেচনা করেই ডাকসুতে জয় পেতে হবে ছাত্রলীগকে। ’